বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর ও নদীর মোহনায় জেগে ওঠা বিশাল চর এলাকায় সৃজিত বন নিয়ে গঠিত হয়েছে উপকূলীয় বনাঞ্চল (Coastal Forests)। বর্তমানে বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বনাঞ্চল নিয়ে কোস্টাল সার্কেল, বরিশাল গঠিত। উপকূলীয় এলাকার জনগণকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার উদ্দেশ্যে নতুন জেগে উঠা চর ভূমিতে ম্যানগ্রোভ বনায়নের মাধ্যমে সবুজ বেষ্টনী তৈরীর লক্ষ্যে ১৯৬৫ সাল থেকে বিভিন্ন বনায়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ১.৬০ লক্ষ হেক্টর চরভূমিতে বনায়ন করা হয়েছে। বনায়নের ফলে চরভূমির স্থায়িত্ব বৃদ্ধিসহ উপকূলীয় জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নতি সাধিত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস